বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছাড়লেন রাষ্ট্রপতি

তিন দিনের সফর শেষ করে বঙ্গভবনের উদ্দেশ্যে নিজ জেলা পাবনা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর ) বেলা সোয়া ১১ টার দিকে পাবনার অ্যাডভোকেট আমিন স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সময় জেলা প্রশাসক মুহা: আসাদুজ্জামান এবং পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সীসহ সব কর্মকর্তারা তাকে বিদায় জানান। পাবনার জেলা প্রশাসক মুহা: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি হিসেবে রাষ্ট্রপতির দুপুর ১২টার দিকে রাজধানী তেজগাঁওস্থ বিএএফ বেইজ বাশার হেলিপ্যাড হয়ে রাষ্ট্রপতির বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান। এরপর ৪টা ৩০ মিনিটে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সার্কিট হাউসে রাত্রিযাপন করেন।

সফর সূচি অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখান সুধি সমাবেশে বক্তব্য দেন। পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন।

এরপর বিকেল সাড়ে ৩টায় সাঁথিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পাবনার উন্নয়ন অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে পাবনা শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে সার্কিট হাউসে রাত্রিযাপন করেন। এরপর ২৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন রাষ্ট্রপতি।

পাবনা জেলা প্রশাসক মুহ:আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতি মহোদয় পাবনায় তিনদিনের সফর শেষ করে ঢাকায় ফিরে গেছেন। সফরকে ঘিরে পাবনার সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছিল। সুষ্ঠুভাবে সকল অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। তিনি পাবনার উন্নয়ন তরান্বিত করার নির্দেশ দেন।