পাবনায় ৫ টি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়ন দাখিল।

দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনার ৫ টি আসনে ৩৭ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামীলীগ ছাড়াও স্বতন্ত্র, জাতীয় পার্টি, বিএনএম, জাকের পার্টি, জাসদসহ বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছেন। পাবনা জেলা প্রশাসক ও দ্বাদশ সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মু. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পাবনা ১ আসনে মোট ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বর্তমান এমপি শামসুল হক টুকু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। এছাড়া আরো মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির সরদার মো. শাহজাহান, তৃণমূল বিএনপির জয়নাল আবেদিন,ন্যাশনাল পিপলস পাটির শামসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল ( জাসদ) এর পারভীন খাতুন, জাকের পার্টির মুকুল হোসেন।
পাবনা ২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ০৯ জন। আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান এমপি আহমেদ ফিরোজ কবীর। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক এমপি ও আওয়ামীলীগ নেতা খন্দকার আজিজুল হক। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা ডলি সায়ন্তনী। এ ছাড়া তরিকত ফেডারেশনের মমিনুল ইসলাম, জাতীয় পাটির মেহেদী হাসান রুবেল, জাসদের আনিসুজ্জামন, তৃণমূল বিএনপির আবুল কালাম আজাদ, এনপিপির আজিজুল হক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ খান।
পাবনা ৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ০৯ জন। আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান এমপি মকবুল হোসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদ্য পদত্যাগী চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, জাতীয় পার্টির মীর নাদিম ডাবলু, জাসদের আবুল বাশার শেখ, বাংলাদেশ সুপ্রিম পার্টি মাহবুবুর রহমান জয় চৌধুরী, গণতন্ত্রী পার্টির খায়রুল আলম, এনপিপির বেলাল মোল্লা, স্বতন্ত্র প্রার্থী রবিউল করিম, জাকের পার্টির কামরুজ্জামান মো. হাদী ।
পাবনা ৪ আসনে মোট ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সাবেক এমপি আওয়ামীলীগ নেতা পাঞ্জাব আলী বিশ^াস। আরো মনোনয়ন দাখিল করেছেন জাতীয়পার্টির রেজাউল করিম, এনপিপির মনসুর রহমান, জাসদের আব্দুল খালেক, কৃষক শ্রমিক জনতা লীগের আতাউল হাসান ।
পাবনা ৫ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৬ প্রার্থী। আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি গোলাম ফারুক প্রিন্স। এছাড়া মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির আব্দুল কাদের খান, ওয়াকার্স পার্টির জাকির হোসেন, তৃণমূল বিএনপির আফজাল হোসেন, এনপিপির আবু দাউদ, জাকের পার্টির মফিজ উদ্দিন খান।

পাবনা জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মু, আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা বিকেল ৪টা পর্যন্ত জেলার ৫টি আসনের বিপরীতে মোট ৩৭ জনের মনোনয়নপত্র পেয়েছি। আগামী ৩ নভেম্বর পাবনা ১, ২, ৩ আসনের এবং ৪ নভেম্বর ৪ ও ৫ আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, মোটামুটি সবাই আচরণবিধি মেনে মনোনয়ন জমা দিয়েছেন।