July 13, 2020

প্রখ্যাত পানি বিশেষজ্ঞ মালিক এম এ সামাদ আর নেই

আমরা গভীর শোকাহত অবস্থায় জানাচ্ছি যে পাবনা জেলার ঈশ্বরদী স্কুল পাড়া নিবাসী প্রখ্যাত পানি বিশেষজ্ঞ মালিক এম এ সামাদ গত ২৫ মে ২০২০ তারিখে ঢাকা সিএমএইচে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মরহুমের জানাজা শেষে তাঁকে ঢাকার বনানীস্থ সেনা কবরস্থানে দাফন করা হয়েছে।

তিনি পানি উন্নয়ন বোর্ডের উপ পরিচালক ছিলেন এবং ইউএনডিপি ও বিশ্বব্যাংকের বিভিন্ন প্রজেক্টে উপদেষ্টা হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন।  তিনি তাঁর স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবসহ  অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  তাঁর বিদেহী আত্মার মাগফরোত কামনা করছি এবং  শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবদেনা জ্ঞাপন করছি।

%d bloggers like this: