পাবনাবাসীর দীর্ঘ প্রতীক্ষিত পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্প একনেক অনুমোদনের জন্য তালিকাভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পাবনাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বৃহস্পতিবার সন্ধ্যায় একনেক সমন্বয় অনুবিভাগের আলোচ্য তালিকা প্রকাশ হয়৷ এ সময় দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলও করেন।
সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনাবাসীকে হৃদয় দিয়ে ভালোবাসেন। তিনি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মাঝেও পাবনাবাসীর প্রাণের দাবি পূরণে উদ্যোগ নিয়েছেন। এই হাসপাতাল পাবনার ত্রিশ লাখ মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখবে।
প্রিন্স এমপি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পাবনার সন্তানকে রাষ্ট্রপতির মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন। দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প পাবনায় করেছেন৷ আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, আওয়ামীলীগ নেতা কামিল হোসেন, শাহজাহান মামুনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন