২৪ ঘন্টার আল্টিমেটামের শুরুতেই পাবিপ্রবি’র প্রো-ভিসি, ট্রেজারার’র পদত্যাগ, প্রক্টরিয়াল বডি পরিবর্তন

শিক্ষার্থীদের দেয়া ২৪ ঘন্টা আল্টিমেটামের শুরুতেই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, ট্রেজারার ড. কেএম সালাহ উদ্দিন ও প্রক্টর ড. কামাল হোসেন পদত্যাগ করেছেন। এছাড়াও প্রশাসনিক বিভিন্ন পদে রদবদল করা হয়েছে। রবিবার (১২আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দেন প্রোভিসি ও টেজারার।
এদিকে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. কামাল হোসেনসহ পুরো প্রক্টরিয়াল বডিতে পরিবর্তন এনেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বিজন কুমার ভ্রম্য জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে প্রোভিসি ও ট্রেজারার স্যাররা ব্যাক্তিগত ও পারিবারিক কারন দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. কামাল হোসেনসহ পুরো প্রক্টরিয়াল বডিতে পরিবর্তন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে গনিত বিভাগের শিক্ষক একরামুল ইসলামকে। একই সাথে ইন্টারন্যাশনাল কমিনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ইমরান হোসেনক ছাত্র উপদেষ্টা, ডরমেটরী প্রশাসক বাংলা বিভাগের শিক্ষক আরিফ উবায়দুল্লাহ এবং পরিবহন প্রশাসক হিসেবে ড. কামরুজ্জামানকে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (১২ আগস্ট) দুপুরে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে পাবনা পাবিপ্রবিতে ছাত্র রাজনীতিসহ সকল প্রকার রাজনীতি বন্ধের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। এসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রক্টরিয়াল বডি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বদলি সহ উপাচার্যের নিকট ১৩ দফা দাবিও পেশ করেন। তৎক্ষণাৎ শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিলেও একসাথে নয়, সময় নিয়ে সব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। এরপরই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারার পদত্যাগ করেন এবং প্রক্টর সহ পুরো প্রক্টরিয়াল বডি, ডরমিটরি ও পরিবহন পুলে পরিবর্তন আনা হয়েছে।