নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই সমান অধিকার নিয়ে এ দেশে নিজ নিজ ধর্ম পালন করবে বলে মন্তব্য করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।
সোমবার রাতে দুর্গাপূজা উপলক্ষে পাবনার বিভিন্ন পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রিন্স এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে অসাম্প্রদায়িক বাংলাদেশ চেতনায় বিশ্বাস করে আওয়ামীলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশে সব ধর্মের মানুষের সমানাধিকার নিশ্চিত করেছেন। ধর্মের নামে যারা অশান্তি করে তাদের প্রতিহত করে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হিরোক হোসেন, কামরুজ্জামান রকি, শেখ রাসেল আলী মাসুদ, শ্রমিক লীগ নেতা প্রদীপ সাহা প্রমূখ।