শিক্ষার মান বৃদ্ধির দাবীতে পাবিপ্রবিতে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষক, শ্রেণীকক্ষ, ল্যাব সংকটসহ শিক্ষা কার্যক্রমে অনিশ্চয়তা নিরসনের দাবীতে মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা। শনিবার সকালে বিশ^বিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবীর পক্ষে বক্তব্য তুলে ধরেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ২০১৪ সালে প্রতিষ্ঠিত হলেও পাবনা বিশ^বিদ্যালয়ে ফার্মেসি শিক্ষায় গুণগত মান বাড়েনি। ল্যাব সংকট, ল্যাবের যন্ত্রপাতি অকেজো, শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটসহ নানা কারণে সম্প্রতি পাবনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বি.ফার্ম কোর্সের অ্যাক্রেডিটেশন নবায়ন স্থগিত করেছে ফার্মেসী কাউন্সিল। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শর্ত পূরণে ব্যর্থ হলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে বিভাগে শিক্ষার্থী ভর্তিতেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এতে, শিক্ষা ও কর্মজীবন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন শিক্ষার্থীরা।
অবিলম্বে, ফার্মেসী কাউন্সিলের শর্ত পূরণে উদ্যোগ না নেয়া হলে কঠোর আন্দোলনেরও হুশিয়ারী দেন তারা।