পাবনার ভাঙ্গুড়া উপজেলার সুজাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে গত সোমবার বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার সকালে উপজেলার দিয়ারপাড়া ঈদগাঁ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।পরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলামসহ পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
তাঁর মৃত্যুতে পাবনা-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: বাকি বিল্লাহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।