সারাদেশে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে মাথায় লাল কাপড় বেঁধে আন্দোলনে সংহতি জানিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিভিন্ন বিভাগের১৩ জন শিক্ষক।
শনিবার (৩ আগস্ট) বৃষ্টি উপেক্ষাকরে সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচীপালন করেন তাঁরা।
এই ১৩ শিক্ষক হলেন গণিত বিভাগেরঅধ্যাপক ড. কামরুজ্জামান খান, ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফ ওবায়দুল্লাহ, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপকড. সাব্বা রুহী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানভীর হায়দার, গণিত বিভাগেরসহযোগি অধ্যাপক ড. উদয় সংকর বসাক, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক অদিতি বিশ্বাস, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের সহকারী অধ্যাপক ফাতিন ইশরাক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইইসিই) বিভাগের প্রভাষক ইমরান হোসেন, গণিত বিভাগের প্রভাষক আসলাম হোসেন, নগর ও উন্নয়ন পরিকল্পনা (ইউআরপি) বিভাগের প্রভাষক সায়মন নাহার রিতু এবং লোক প্রশাসন বিভাগের প্রভাষক তাসনিম তাবাসুম।
অবস্থান কর্মসূচীতে গণিত বিভাগেরঅধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, ‘দেশের যে পরিস্থিতি বিরাজ করছে বিবেকের তাড়নায় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমরা শিক্ষার্থী, সাধারণজনতা, পুলিশ সবগুলো হত্যার বিচার চাই। কোনো হত্যায় কাম্য নয়। আমরা চাই না আর কোনো প্রাণ ঝরে যাক। প্রত্যেকটা হত্যার বিচার চাই তদন্তের মাধ্যমে। একই সাথে যে সকল সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে আমরা তাদের মুক্তি চাই।’
স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক অদিতি বিশ্বাস অশ্রুসিক্ত কন্ঠে বলেন, ‘এতো ছাত্র কেন মারা যাবে? একজন মারা যাওয়ারপর রাষ্ট্র কেন থামলোনা? বর্তমানে শিক্ষকতা করলেও একসময় আমি ছাত্র ছিলাম। এজন্য ছাত্রদের দুঃসময়ে আমি আর না এসে থাকতে পারলাম না।’
এসময় আরো বক্তব্য রাখেন ব্যবসায়প্রশাসন (বিবিএ) বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফ ওবায়দুল্লাহ এবং নগর ও উন্নয়ন পরিকল্পনা (ইউআরপি) বিভাগের প্রভাষক সায়মন নাহার রিতু।