ভূমি সেবায় সচেতনতা বৃদ্ধিতে পাবনায় ভূমি মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

ভূমি সেবায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনায় গ্রাহক সচেতনতা সভা ও ভূমি মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকালে সদর উপজেলা ভূমি অফিস চত্ত্বরে অতিথিদের সাথে নিয়ে এ মেলা উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। এরপর সচেতনতা সভা ও সেমিনারে যোগ দেন তারা। সেমিনার শেষে ভূমি সেবা ও আইন সম্পর্কে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৬ জনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
সভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরার সভাপতিত্বে এ সভায় আরো বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজিনুর রহমান, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এড. মাসুদ খন্দকার, জেলা ইসলামী আন্দোলনের প্রধান উপদেষ্টা আরিফ বিল্লাহ ও জেলা গণ অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন।
বক্তারা বলেন, দিন বদলের সাথে ভূমির সংকট বেড়েই চলেছে। রয়েছে কাগজপত্রাদি নিয়ে নানা জটিলতা। এসব জটিলতা সাধারণ মানুষ বুঝতে পারেন না। ফলে ভূমি সংক্রান্ত সেবায় গ্রাহক ও সেবা প্রত্যাশী উভয়ই ভোগান্তিতে পড়েন। এসব বিষয়ে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ সভা ও মেলার আয়োজন।
তারা বলেন, এ সংক্রান্ত সেবা পেতে মানুষের ভোগান্তি ব্যাপক। একে সহজ ও ভোগান্তিমূক্ত করতে ভূমি অফিসগুলোতে ডিজিটাল সেবা চালু হয়েছে। ফলে কাগজপত্র নিয়ে দিনের পর দিন আর অফিসে ঘুরতে হবে না। ঘরে বসে অনলাইনেই অনেক সেবা মিলবে। তবে এজন্য ভূমি সংক্রান্ত কিছু বিষয়ে ধারণা থাকা জরুরী বলেও জানান বক্তারা।
ভূমি মেলায় ৪ টি স্টলে গ্রাহকসেবায় ভোগান্তি লাঘবে প্রাথমিক ধারণা দেয়া হচ্ছে। এছাড়া সরাসরি বিভিন্ন আবেদন করে দেয়া ও এর সমাধান দেয়া হচ্ছে।