নিজস্ব প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রবিবার (১১ মে) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার ওসি মো: শফিকুল ইসলাম।
জানা গেছে, রবিবার দিবাগত রাত ২টার দিকে একদল দুর্বৃত্ত বিএনপির কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কার্যালয় কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷
এব্যাপারে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: মোজাম্মেল হক মোজাম বলেন, অষ্টমনিষা একটি শান্তি প্রিয় এলাকা। এখানে এ ধরনের কার্যকলাপ মোটেও কাম্য নয়। দ্রুত দুষ্কৃতকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাই।
ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওয়াজ উদ্দিন বলেন, একদল দুর্বৃত্ত মধ্যরাতে এ কান্ড ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
ওসি মো: শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।