ভাঁড়ারায় মধ্যরাতে চরমপন্থী সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধি:

পাবনার আলোচিত ইউনিয়ন ভাঁড়ারায় মধ্যরাতে এক চরমপন্থী সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ইউনিয়নের বিজয়রামপুর গ্রামে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।
নিহত ব্যক্তি ইউনিয়নের বিজয়রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে বাবুল শেখ (৪০)। তিনি চরমপন্থী দলের সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লিভার জনিত রোগের কারণে গত দুই বছর আগে বিদেশ থেকে একেবারে দেশে পাড়ি জমান বাবুল শেখ। এরপর থেকে বাড়িতেই থাকেন এবং অসুস্থ্যতাজনিত কারণে কাজ করতে পারেন না। ঘটনারদিন রাতে এলাকার বাজারে চা পান করে ফিরছিলেন তিনি। তার বাড়ির কাছাকাছি জায়গায় অজ্ঞতানামা কিছু দুর্বৃত্ত হুট করেই পেছন থেকে তাকে গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। এরপর জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এব্যাপারে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি চরমপন্থী দলের সদস্য ছিলেন। এছাড়া গত দুই থেকে আড়াই বছর আগে স্থানীয় একটি মার্ডারের সাথেও জড়িত ছিলেন। এরপর এঘটনা থেকে আড়ালে থাকতে তিনি মালয়েশিয়া গিয়েছিলেন। এসব ঘটনার জেরেই এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে পুরো বিষয় জানা যাবে। আপাতত মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।