সামাজিক সুরক্ষা সেবার জটিলতা নিরসনে পাবনার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদে ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এর উদ্বোধন করেন।
এসময় সুবিধাবঞ্চিতদের সেবা প্রদানে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে বক্তব্য দেন এমপি প্রিন্স। বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধীভাতা সহ বিভিন্ন দিক দিয়ে দেশের মানুষকে সেবা দেয়ার সর্বোচ্চ মানসিকতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান তিনি।
ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা আ.লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইউনুস আলী, ভাঁড়ারা সাংগঠনিক ইউনিয়ন (৪৫৬) আ.লীগের সভাপতি সিফাত আলী বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক কালাম মেম্বার, ৬ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আলম, আ.লীগ নেতা হেলাল উদ্দিন, ৭,৮,৯ নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক বেলাল সহ ভাতাভোগী ও স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ।