বিএনপি নেতার মিনিবাস মালিক সমিতি দখলের অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

পাবনায় বিএনপি নেতার বিরুদ্ধে জেলা বাস মিনিবাস মালিক সমিতি দখলের অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সমিতির নব গঠিত কমিটি। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে পাবনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল। তিনি পাবনা সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এর আগে সমিতির আরেক পক্ষ তার বিরুদ্ধেই মালিক সমিতি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে বুলাল বলেন, গত ২৩ আগস্ট মৌখিক ভোটে জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি হিসেবে সেলিম ও আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই। এছাড়া সহ সভাপতি হিসেবে মহসিন মল্লিক, যুগ্ম সম্পাদক ওমর শরীফ, অর্থ সম্পাদক মোকারম হোসেন রাজা, সড়ক সম্পাদক তারিক হাসান ও কার্যনির্বাহী সদস্য হিসেবে তৌহিদুল ইসলাম নির্বাচিত হন। এ নির্বাচিত কমিটির তালিকা রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে একটি পক্ষ নিজেদের সভাপতি – সাধারণ সম্পাদক দাবি করে আমাদের বিরুদ্ধাচারণ করছেন এবং মিথ্যা নানা অভিযোগ তুলছেন। তারা ইচ্ছামতো একটি কমিটিও গঠন করে। যা ২৭ আগস্ট অবৈধ ঘোষণা করে শ্রম দপ্তর। যেটির অনুলিপি আমাদের কাছেও পাঠানো হয়েছে। অথচ তারা সংবাদ সম্মেলন ডেকে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করে সংবাদ প্রকাশ করিয়েছেন। যেটির তীব্র নিন্দা জানাই।
তালা ভেঙে অফিস দখলের অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, আমরা নির্বাচিত হবার পর তারা চাবি দিয়ে গেছেন। আর আসেন নাই।
এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি মো. সেলিম সহ নির্বাচিত সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার (৩১ আগস্ট) দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে সেলিম ও বুলালের বিরুদ্ধে সমিতি দখলের অভিযোগ আনেন ভারপ্রাপ্ত সভাপতি কাওছার রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক মানিক। মালিক সমিতির সদস্য না হয়েও বিএনপি নেতা বুলাল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সমিতি দখল করেন বলে অভিযোগ করেন তারা। এছাড়া তার মালিকানা কোনো গাড়ি নেই বলেও অভিযোগ তাদের।