চাটমোহর প্রতিনিধি:
অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না পাবনার চাটমোহর ছাইকোলা লাঙ্গলমোড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে শহিদুল ইসলাম ও তার স্ত্রী জায়েদা খাতুনের।
চিকিৎসকরা জানিয়েছেন, তাদের দুইজনেরই হার্টে ছিদ্র ধরা পড়েছে।পেশাগত ভাবে শহিদুল একজন কৃষক ও স্ত্রী গৃহিনী। নিজ বসতভিটায় একটি ভাঙ্গাচোরা কুড়ে ঘরে স্ত্রী ও তিন মেয়েসহ পাঁচ জনের সংসার তাদের।
প্রায় ৩ বছর যাবত অসুস্থ থাকায় কোন কাজ করতে পারেন না তারা। অনেক কষ্টে ও এলাকার কিছু ব্যক্তির সহযোগীতায় প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এই দম্পতি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন তারা। কিন্তু বর্তমানে অর্থের অভাবে ঢাকায় চিকিৎসা করাতে পারছেন না এই দম্পতি। তাই ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানান তারা। চিকিৎসকদের পরামর্শ ও পরীক্ষা নীরিক্ষা শেষে জানাগেছে তাদের হার্ট ব্লক ও ছিদ্র হয়ে আছে।
এজন্য তাদের দ্রুত অপারেশন করাতে হবে। এ অপারেশন করাতে প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন যা যোগার করা অসহায় গরীব পরিবারের পক্ষে সম্ভব না। অর্থের অভাবে চিকিৎসা নিতে না পারা ও তাদের ঘরে তিনটি কন্যা সন্তানের চিন্তায় মৃত্যুর পথে এই দম্পতি। অসুস্থ কৃষক দম্পতি জানান, এই সুন্দর পৃথিবীতে আমাদের হয়তো আর বেঁচে থাকা হবে না, হবে না আমাদের তিন মেয়ের লেখা পড়া ও জীবন যাত্রা। আমাদের পক্ষেও সম্ভব না এতো টাকা জোগার করে চিকিৎসা নেওয়া।তাই গরিব অসহায় কৃষক দম্পতি বেঁচে থাকার জন্য দেশ বিদেশে সকলের সহযোগীতা কামনা করছেন। তাদের সাথে যোগাযোগ ও সাহায্যের জন্য ০১৭২১-৭৪৯১৭২ (নগদ পার্সোনাল একাউন্ট)।