পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিংয়ের শিকার ছাত্রী কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে তাঁর মেসে ফিরেছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশে তিনি নিজের মেসে ফেরেন, অপরদিকে এ ঘটনায় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ র‌্যাগিংয়ের অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছেন বলে নিশ্চিত করেছেন পাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধূরী।

তিনি জানান, সোমবার বিকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপত্বিতে তাঁর কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে. এম. সালাহ উদ্দীনসহ ছাত্র উপদেষ্টা, সহকারী ছাত্র উপদেষ্টাবৃন্দ, ভারপ্রাপ্ত প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ ও সকল বিভাগের সভাপতি উপস্থিত ছিলেন। সভায় ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়। একই সাথে পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং কমিটিকে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়।

র‌্যাগিংয়ের শিকার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের পাশের একটি মেসে থাকেন। গত শনিবার রাতে মেসের সিনিয়র ছাত্রীদের র‌্যাগিংয়ে তিনি অসুস্থ হলে পরে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. হাবিবুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি র‌্যাগিং প্রতিরোধ কমিটি রয়েছে। ঘটনার পর থেকেই কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। সেই সঙ্গে মেয়েটির খোঁজখবর রাখা হয়েছে। মেয়েটি বর্তমানে অনেকটাই সুস্থ। হাসপাতাল থেকে মেসে ফিরেছেন। এ ঘটনায় মেয়েটি প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর কামাল হোসেন বলেন, ওই শিক্ষার্থীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিশি^বিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিং প্রতিরোধ কমিটির নিকট মেয়েটি ঘটনার বর্ণনা দিয়েছেন।
তারই প্রেক্ষিতে সোমবার বিকেলে এক বৈঠকে পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়। একই সাথে পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং কমিটিকে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পাবিপ্রবির ছাত্র উপদেষ্টা নাজমুল হোসেন জানান, অভিযুক্ত ছাত্রীকে সাময়িক বহিষ্কার কার হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।