পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি অনুমোদন করা হয়েছে। ৩রা সেপ্টেম্বর রবিবার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে জালাল উদ্দীন বিশ্বাসকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া দুজন সহ সভাপতি নিজাম উদ্দিন ও শফিউল আজম এবং আমিরুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। গত ২রা সেপ্টেম্বর ঘোষিত কমিটি স্থগিত করে নতুন কমিটি দেয়ার কথা জানিয়েছেন সদর উপজেলা আওয়ামীলীগ।