পাবনায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর বার্ষিক সাধারণ সভা। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে লাইব্রেরীর স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে প্রতিষ্ঠানের সভাপতি ও স্কয়ার গ্রæপের পরিচালক বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে আয়োজিত এ সভার শুরুতেই স্কয়ার মাতা অনিতা চৌধুরীসহ লাইব্রেরীর প্রয়াত সদস্যদের জন্য শোক প্রস্তাব পাঠ ও তাদের আতœার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
পরে লাইব্রেরীর বার্ষিক ও আর্থিক প্রতিবেদন পেশ করেন প্রতিষ্ঠানের মহাসচিব আব্দুল মতীন খান। এ সময় উপস্থিত ছিলেন লাইব্রেরীর সহ-সভাপতি দবির উদ্দিন আহমেদ ও বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবিসহ সকল সদস্য।