পাবনায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি:

বর্ণাঢ্য নানা আয়োজনে পাবনায় উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস। ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
এ সময় জেলা প্রশাসক মফিজুল হক, পুলিশ সুপার মোর্তজা আলী খান, রাজনৈতিক দল, শিক্ষা ও সামাজিক বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে, পাবনা সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা পুলিশের একটি দল জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন।
এছাড়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে জেলা প্রশাসন।