পাবনার ফরিদপুর উপজেলায় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করে র্যাব। শুক্রবার (২৩ আগস্ট) এক প্রেস রিলিজে এসব তথ্য জানায় র্যাব – ১২।
গ্রেফতারকৃত ব্যক্তি ওই এলাকার মৃত হাছেন জোয়ার্দারের ছেলে মোস্তাকিম জোয়ার্দার (৩০)।
প্রেস রিলিজে বলা হয়, গ্রেফতারকৃত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র বহন করতো এবং এ অস্ত্র দিয়ে এলাকায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলো। গ্রেফতারের দিন রাতে অস্ত্র ও গুলিসহ সে ধানুঘাটার হাদল ইউনিয়ন পরিষদ ভবনের সামনে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ সন্ত্রাসী অস্ত্র দিয়ে দীর্ঘদিন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাকে গ্রেফতার করে অস্ত্র আইনে মামলায় ফরিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ নিরসনে এধরণের অভিযান অব্যাহত থাকবে।