পাবনায় নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও-ভূক্তকরণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:

নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও-ভূক্তকরণের দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। 
এসময় মানববন্ধনে বক্তব্য দেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি জিলহাজ উদ্দিন নয়ন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজ সহ অন্যান্যরা। 
বক্তারা বলেন, শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক যাবতীয় কার্যাদি সরকারি নিয়মে হলেও বেতনভাতা সহ অন্যান্য সুবিধার ক্ষেত্রে তারা নন এমপিও বলে বঞ্চিত হচ্ছে। এব্যাপরে সাবেক সরকারের কাছে বারবার দাবি করেও কোন প্রতিকার পাইনি তারা। তাই বৈষম্যহীন অন্তর্বতী সরকার দ্রুতই এসমস্যার সমাধান করবেন বলে তারা মনে করেন।

মানবন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।