পাবনায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণের লক্ষে গৃহীত রেইস প্রকল্প বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান, টিটিসি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, গনমাধ্যাম, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের মাধ্যমে প্রবাসীকর্মী ও তাদের পরিবারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সে সকল সহায়তা সংক্রান্ত পদক্ষেপ গ্রহন কেরছে তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনার সুত্রে জানা যায়, প্রবাসীকর্মী ও তাদের পরিবারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিমান বন্ধরে প্রবাসী কল্যাণ ডেস্ক সহায়তা, ওয়েজ আর্নার্স সেন্টারের মাধ্যমে সহায়তা, শিক্ষা কার্যক্রম, বীমা কার্যাক্রম, প্রতিবন্ধি ভাতা, অসুস্থ কর্মীদের সহায়তা, মৃত কর্মীর আর্থিক সহায়তা, অ্যাম্বুলেন্স সেবা, সেইফ হোম, হেল্প ডেস্ক , আইনী সহায়তা মৃতদের দেশে আনয়ন সহায়তা, ব্যাংক সহায়তা, কল সেন্টার, প্রত্যাগত কর্মীদের রিইন্টিগ্রেশন সহ নানা কার্যক্রম করছে।
জেলা প্রশাসক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেইস প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মুশাররাত জেবীন, ডিডিএলজি মো. সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, শরিফ আহমেদ, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, টিটিসির অধ্যক্ষ মোকছেদুল আলম, ওয়েল ফেয়ার সেন্টারের এডি মো. আবু সাঈদ, জনশক্তির এডি আখলাক উজ জামান, বিআরটিএ’র এডি মো. আব্দুল হালিম, বিসিক’র ডিজিএম রফিকুল ইসলাম স্বপন, পানি উন্নয়ন বোর্ডের এডি মোশারোফ হোসেন প্রমূখ।
মুল প্রবন্ধ উপাস্থাপন করেন ওয়েল ফেয়ার সেন্টারের উপ পরিচালক জাহিদ আনোয়ার। এ সময় প্রবাসীদের সন্তান দুইজন শিক্ষার্থীকে চেক দেয়া করা হয়।