নিজস্ব প্রতিবেদক
পাবনায় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাছিম আহমেদের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ঝাউতলা সড়ক পুরাতন নারী পুনর্বাসন অফিস মাঠে গোপালপুর ২নং ওয়ার্ডের শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ ও গোপালপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নাছিম আহমেদকে আগামী পৌর নির্বাচনে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।
নাছিম আহমেদ তার বক্তব্যে সুখে দুখে যেকোনো প্রয়োজনে এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, ঢাকা ব্যাংকের ম্যানেজার সরফরাজ ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন পান্না, বিশ্বজিৎ বিষ্ণু, উদয় কুমার, আবু সাইদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।