নিজস্ব প্রতিনিধি:
দুর্নীতির সংবাদ প্রকাশ করায় পাবনার স্থানীয় সাংবাদিক পলাশ হোসেনকে মুঠোফোনে হুমকির অভিযোগ উঠেছে ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে। রবিবার (১ জুন) ওই সাংবাদিকের হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়ে এ হুমকি দেন অভিযুক্ত। এঘটনায় সোমবার (২ জুন) ভুক্তভোগী সাংবাদিক নিরাপত্তা চেয়ে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ভুক্তভোগী দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি ও এনটিভি অনলাইনের পাবনার আঞ্চলিক প্রতিনিধি।
জানা যায়, গত রবিবার দৈনিক ভোরের কাগজ অনলাইনে ‘দুদকের অভিযানে অনিয়মের প্রমাণ মিলেছে
ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ পায়। এ সংবাদের জেরে ওই দিন বিকেলে অভিযুক্ত জহুরুল ইসলামের ব্যক্তিগত নম্বর থেকে ওই সাংবাদিকের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেবার হুমকি দিয়ে ফোন রেখে দেন। এ কথোপথন অন্য একটি ফোন দিয়ে রেকর্ড করেন ভুক্তভোগী সাংবাদিক। পরে এটি বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এব্যাপারে সাংবাদিক পলাশ হোসেন জানান, নিউজে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগের উপযুক্ত প্রমাণ আমার কাছে রয়েছে। দুদকও অনেক সত্যতা পেয়েছ। তবুও দুর্নীতির সচিত্র তুলে ধরার কারণে আমাকে হোয়াটসঅ্যাপ কলে হুমকি দেন অভিযুক্ত পৌর সচিব। এর রেকর্ড আমার কাছে আছে। এসময় আমাকে দেখে নেবার পাশাপাশি হত্যা হুমকিও দেন। এঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।
এদিকে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির ব্যাপারে স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সাংবাদিককে হুমকি দেয়া সহ দ্রুতই ওই পৌর কর্মকর্তার সকল অপকর্ম তদন্ত করে শাস্তির আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের।
এব্যাপারে পাবনা থানার ওসি আব্দুস সালাম বলেন, ভুক্তভোগী সাংবাদিক নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।