পাবনায় বাংলাদেশ ডেন্টাল সমিতি পাবনা জেলা শাখার সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের কাশমেরী ফুড গার্ডেনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ডা: মোনাওয়ার উল আজিজ এর সভাপতিত্বে ও ডা: মৌসুমি ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা ডেন্টাল কলেজের প্রফেসর ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর ডা: হুমায়ুন কবির বুলবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি ডা: মো. গোলজার হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: রফিকুল ইসলামসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তরা, ডেন্টাল চিকিৎসায় বিভিন্ন বৈজ্ঞানিক দিক তুলে ধরে আলোচনা করেন।