নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ কলেজছাত্র নিহত হয়েছেন।
বুধবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গড়মাটি এলাকার মো.আব্দুল বারির ছেলে মাহমুদুল হাসান মনন (২২) ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডলি গ্রামের লালন মিয়ার ছেলে আবির হোসেন (২২)। তারা দুজন রাজাপুর অনার্স কলেজের শিক্ষার্থী ছিলেন।
বনপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) আলিমুল আল রাজি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে প্রয়োজনীয় কাজ শেষে মনন মোটরসাইকেলে আবিরকে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে গড়মাটি রশিদ অটো রাইস মিল এলাকায় পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাকের (পাবনা ট ১১-০০৮৫) সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবির ও মনন ঘটনাস্থলেই মারা যান।
এসআই আলিমুল জানান, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।