চাটমোহরে ৩ দিনে আওয়ামী ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

পাবনার চাটমোহরে গত দুদিনে আওয়ামী ও অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতারের পর এবার শ্রমিকলীগের সভাপতি সহ আরো ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ৫ জনকে আটক করে চাটমোহর থানা পুলিশ। এরপর বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রবিবার (১১ মে) কারাগারে প্রেরণ করা হয়। এসব মিলিয়ে গত ৩ দিনে উপজেলায় ১৮ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি মো. মঞ্জুরুল আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাটমোহর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. আলতাব হোসেন (৫০), উপজেলার বিলচলন ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী খলিফা (৫৪), হান্ডিয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুর রহমান (৪৮), একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সদস্য নাসির উদ্দিন (৪৭) এবং নিমাইচড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য সুজন আলী (৪৩)।
ওসি মো. মঞ্জুরুল আলম বলেন, রাতভর অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পরে রবিবার সকালে বিস্ফোরক আইনে একটি মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতব্যাপী উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করে চাটমোহর থানা পুলিশ। শুক্রবার (৯ মে) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এরপর এদিন দিবাগত রাতে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আরো ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে শনিবার (১০ মে) দুপুরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।