পাবনার চাটমোহরে গলায় রশি পেঁচানো চিত্তরঞ্জন হালদার (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত নিবারণ চন্দ্র হালদারের ছেলে ও হোটেল শ্রমিক ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে পৌর শহরের একটি হোটেলে কাজ শেষে বাড়ি ফিরে খাবার খেয়ে ঘুমাতে যান নিবারণ। সকাল ৭টার দিকে পরিবারের লোকজন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের ঢুকে ডাবের সাথে নিবারণকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।