স্টাফ রিপোর্টার:
সাধারণ আনসার সদস্যদের চাকুরী জাতীয়করণের এক দফা এক দাবি নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রোববার (২৫ আগস্ট) দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাধারণ আনসার সদস্যদের পক্ষে বক্তব্য দেন, মো. আ: রাজ্জাক, মো. সোহেল রানা, মো. সুজন, মো. হযরত আলী, মো. ফরিদুল প্রমুখ।
মানববন্ধনে সাধারণ সদস্যদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গে বক্তারা বলেন, আমরা অনেকদিন যাবত বৈষম্যর শিকার হয়ে আসছি। আমরা আর বৈষম্যর শিকার হতে চাই না। বক্তারা বলেন, আমরা জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থা/গার্ডে অঙ্গীভূত হয়ে কাজ করে আসছি। আমরা আর অঙ্গীভূত হয়ে কাজ করতে চাই না৷ তাই সাধারণ আনসার সদস্যদের চাকুরী জাতীয়করণের এক দফা এক দাবি নিয়ে রাস্তায় নেমেছি। তাদের এক দফা এক দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁসিয়ারী দেন বক্তারা।