গ্রামীণ সড়কে বদলে যাচ্ছে পাবনার কৃষি অর্থনীতি

পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়নের পদ্মা পাড়ের কৃষি নির্ভর গ্রাম ঘোড়াদহ। চরের সুফলা জমিতে ফসল ভালো হলেও, সড়কের বেহাল দশায় পরিবহনে ছিল ভোগান্তি। শুষ্ক মৌসুমে ধুলার পাহাড়, আর বর্ষার কাঁদাজল পেরিয়ে ফসল ঘরে আনতে রীতিমতো যুদ্ধ করতে হতো চাষীদের। পরিবহণ খরচ বেশি হওয়ায় লোকসানের কারণে অনেক সময় উৎপাদিত ফসল নষ্ট হয়েছে মাঠেই।

তবে এখন বদলে গেছে দৃশ্যপট। এক সময় ঘোড়া কিংবা মহিষের গাড়ি চলাই দুঃসাধ্য ছিল যে পথে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পাবনার মাধ্যমে সম্প্রতি সেখানে নির্মিত হয়েছে সাবমারসিবল পাকা সড়ক। গ্রামীণ এই সড়ককে নিজেদের জন্য আশীর্বাদ মনে করছেন স্থানীয়রা।

ঘোড়াদহের মতো একই ইউনিয়নের পীরপুর, দড়িভাউডাঙা, বলরামপুর সাদুল্লাপুর ইউনিয়নের চোমড়পুর, লোহাগাড়া, স্বরূপপুর, শ্রীকোল, দড়ি শ্রীকোল, হাপানিয়া, লক্ষ্মীকোল, চরপাড়া ও চর হাপানিয়া , চাটমোহর উপজেলার হরিপুর ডাকাতের ভিটাসহ বিভিন্ন এলাকায় গ্রামীণ সড়ক অবকাঠামো বদলে দিয়েছে পাবনার কৃষি অর্থনীতি। চরাঞ্চলে পাকা সড়ক, নদী খালবিলের মাঝে সাবমারসিবল সড়কে কমেছে কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি ও খরচ। উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিতে আয় বেড়েছে প্রান্তিক চাষিদেরও।

স্থানীয়রা বলছেন, প্রত্যন্ত গ্রামে সাবমারসিবল সড়কে গ্রামীণ অর্থনীতিতে এসেছে গতি। উৎপাদিত পণ্য সরাসরি শহরের বাজারে নিয়ে লাভবান হচ্ছেন কৃষক, জেলে। ভ্যান, রিক্সা চালিয়ে জীবিকার পথ খুঁজে পেয়েছেন অনেকে। শিক্ষা প্রতিষ্ঠানেও বাড়ছে উপস্থিতি।

এ বিষয়ে সদর উপজেলার ভাঁড়ারা শিবের বটতলা এলাকার ছাকোই প্রামাণিক বলেন, আশেপাশে ৭/৮ গ্রামের সবাই ক্ষেত খামার(কৃষি) করে খায়। ধান, গম, মসুর ও পাটের পাশাপাশি জমিতে লাউ, ঝিঙে, ঢেরশ, বেগুন সহ নানারকম শাক সবজি চাষ করি। রাস্তাঘাট না থাকায় বাজারে নিতে পারতাম না। ফলে কম দামে বিক্রি করতে হতো। রাস্তাটি হওয়ায় এখন আমরা বাজারে নিতে পারব, ভালো দাম পাব।

পীরপুরের বাসিন্দা মোমিন খাঁ বলেন, বৃষ্টি-কাদায় ছেলে মেয়েরা আগে স্কুলে যেতে চাইত না। ধরে বেঁধে স্কুলে পাঠাতে হত। তাছাড়া রাস্তাঘাট না থাকায় আমাদের ছেলে-মেয়েদের বিয়ে নিয়েও সমস্যা হতো, অনেকেই এ এলাকার মেয়েদের বিয়ে করে নিতে চাইত না। পাকা রাস্তা হওয়ায় এখন আর সেই সমস্যা থাকবে না।

ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, এ সকল এলাকার কৃষকদের মাঠ থেকে এক গাড়ি ( ঘোড়া বা মহিষের গাড়ি) ফসল আনতে আগে ৩শ টাকার মতো খরচ হত। এখন সেই ফসল ১০ থেকে ২০ টাকার মধ্যেই উঠে আসবে। সহজেই বাজারে নিয়ে বেশি দামে বিক্রিও করতে পারবে। সব মিলিয়ে এই সড়কের মাধ্যমে এ অঞ্চলের মানুষ দারুণ উপকৃত হবেন।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পাবনার নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে গ্রামের আর্থ-সামাজিক অবস্থা, কর্মসংস্থান ও জীবিকা অর্জনের সুযোগ বেড়েছে। এতে উন্নত জীবনের স্বপ্ন দেখছে মানুষ। স্থানীয়দের আগ্রহে চরাঞ্চলের আরও কয়েকটি এলাকায় এ ধরনের রাস্তা নির্মাণে সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স উদ্যোগ নিয়েছেন। ২০২২-২৩ অর্থ বছরে পাবনার চলনবিল ও চরাঞ্চলে ২০ কিলোমিটার সাবমারসিবল সড়ক নির্মাণ করা হয়েছে। পরিধি বাড়াতে কর্মসূচি প্রস্তাবনা করা হয়েছে আরও ১০ কোটি টাকার।

এ বিষয়ে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, ২০১৮ সালে আমাদের নির্বাচনী ইশতেহার ছিল ‘গ্রাম হবে শহর’। অর্থাৎ গ্রামে বসেই মানুষ শহরের নাগরিক সুবিধা পাবে। সে লক্ষ্যেই সরকার কাজ করছে। দেশের প্রত্যন্ত গ্রামে পাকা সড়ক নির্মাণের মধ্য দিয়ে তাদের আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করছে। এতে গ্রামাঞ্চলের কৃষি অর্থনীতি বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে কৃষকদের ভাগ্য। অন্যান্য গ্রামগুলোতেও এ ধরণের সড়ক নির্মাণ হবে।