ঈশ্বরদীতে ছাত্রদলকর্মী শচিন বিশ্বাস সাজু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদল ও এলাকাবাসীর উদ্যোগে শনিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার রুপপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রুপপুর মোড় প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এসময় একটি মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ স্থানীয়রা। এসময় শচিন হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খাইরুল বাশার মিঠু, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নুর মোহাম্মাদ রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন ও ছাত্রনেতা ইয়াশসহ স্থানীয় বিএনপির অনেকেই।
বক্তারা বলেন, একটি স্বৈরাচারী সরকারের হাত থেকে সবেমাত্র দেশ মুক্তি পেয়েছে। এখন আমরা সুখী সমৃদ্ধ দেশ প্রত্যাশা করছি। ঠিক সেই মুহুর্তে ছাত্রদলকর্মী শচিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবি জানাই।
এর আগে গত মঙ্গলবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর উত্তরপাড়া মসজিদের সামনের সড়কে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন।