ঈশ্বরদীতে আশা’র উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদনে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

ভোক্তাদের কাছে নিরাপদ সবজি পৌঁছে দিতে পাবনায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে বুধবার ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন প্রান্তিক কৃষককে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ সবজি চাষের বিভিন্ন বালাইনাশক ও পদ্ধতি হাতে কলমে শেখানো হয়।
এ সময় আশার সিনিয়র কৃষি ব্যবস্থাপক মো. শামসুদ্দিন, ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জামালউদ্দিন বক্তব্য রাখেন।