অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত 28 জুন ২০২৫ এ গুডউড প্রাইমারী স্কুলে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন (SABCA) হলো সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী অভিবাসীদের একটি সংগঠন।
বিদায়ী সাধারণ সম্পাদক বিগত দুই বছরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমসহ ফাইনান্সিয়াল রিপোর্ট পেশ করেন। উপস্থিত সদস্যগণ তাদের সংগঠনটির ভবিষ্যৎ অগ্রযাত্রায় বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন। গত অর্থ বছরের হিসাব-নিকাশ পেশের পর সংবিধান নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এ সময় সর্বসম্মতিক্রমে সংবিধান গৃহীত হয়। অংশগ্রহণকারী সদস্যসহ বিগত কমিটির সবাইকে অকুণ্ঠ সমর্থন ও সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।
তারপর বিদায়ী সভাপতি প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করে নুতন কমিটি নির্বাচনের জন্য রিটানিং অফিসার কাজী শাখাওয়াত হোসেন এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
২০২৫-২৭ সনের জন্য নির্বাচিত কমিটিতে মোহাম্মদ তারেক সভাপতি এবং শৌভনিক দত্ত সাধারণ সম্পাদকসহ মোট ১১ জন বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত হন।
অন্যান্যরা হলেন- ড. এবিএম আলাউদ্দিন তালুকদার- সহসভাপতি, পলাশ – যুগ্ন-সাধারণ সম্পাদক, আহসানুল হক দিপু – কোষাধ্যক্ষ, ড. শহীদ মোঃ শহীদুজ্জামান- গণসংযোগ সম্পাদক, সুদীপ্ত কর্মকার- সাংস্কৃতিক সম্পাদক, সুমাইয়া আহমেদ তারিন- সহ- সাংস্কৃতিক সম্পাদক:, লাবিবা রোশনি- ষ্টুডেন্ট এ্যাফেয়ারস সম্পাদক। এছাড়াও তারিক আনজুম ও ইব্রাহিম খলিল কার্যকরি সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে সকল স্টেক হোল্ডারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তিনি তাকে এবং কমিটিকে নির্বাচিত করার জন্য তাদের ওপরে আস্থা রাখার জন্য সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং সাবকা সংগঠনটিকে একটি সফল সংগঠন হিসেবে পরিচিতি দিতে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন এবং সংগঠনটিকে আরো সাফল্যমণ্ডিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।