অষ্ট্রেলিয়ার অ্যাডিলেড এ স্থায়ী শহীদ মিনার এর স্বপ্ন সত্য হওয়ার পথে আরেকধাপ এগুলো, সিটি অফ ওয়েষ্ট টরেন্স কাউন্সিল সাবকার প্রস্তাবিত শহীদ মিনার অনুমোদন করেছে। ২৩ আগষ্ট ২০২৩ তারিখে সাবকা- সাউথ অষ্ট্রেলিয়ান বাংলাদেশী কমিউনিটি এ্যাসোসিয়েশন (SABCA) এর একটি প্রতিনিধি দল সাবকা চেয়ারপারসন মোহাম্মদ তারিকের নেতৃত্বে মেয়র মাইকেল কক্সন এর সাথে দেখা করে শহীদ মিনার বাস্তবায়নসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। মিটিং এ SABCA এবং সিটি অফ ওয়েষ্ট টরেন্স কাউন্সিল শহীদ মিনার তৈরীর ব্যপারে পারস্পরিক সহযোগীতার পারে ঐক্যমত হয় ।
এই স্থায়ী শহীদ মিনার এর নকশা তৈরী, ফান্ডিং এর ব্যপারে SABCA র পক্ষ থেকে সিটি অফ ওয়েষ্ট টরেন্স কাউন্সিলকে সবরকমের সহযোগীতা নিশ্চিত করা হয়। SABCA র চেয়ারপারসন মোহাম্মদ তারিক, সাবেক চেয়ারপারসন এবং উপদেষ্টা আবুল হোসেন, সাবেক চেয়ারপারসন এবং উপদেষ্টা মাহবুব সিরাজ তুহিন, সাবেক চেয়ারপারসন এবং উপদেষ্টা মোহাম্মদ আসাদুজ্জামান, উপদেষ্টা ওয়াসিম সাঈদ উক্ত মিটিং এ উপস্হিত ছিলেন।