অবশেষে বেড়ার সেই কার্বন কারখানায় ভ্রাম্যমানে ১ লক্ষ টাকা জরিমানা, বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:
অবশেষে পাবনার বেড়ার সেই পাটকাঠি পুড়িয়ে কার্বন কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা ও কারখানাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. মোরশেদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় পরিবেশ দূষণের দায়ে কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে কারখানায় কর্মরত সুপারভাইজার রাজিদুর রহমানকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে । এর আগে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়।
এ নির্বাহী অফিসার জানান, অবৈধভাবে কালি উৎপাদনের কারখানা স্থাপন করে পরিবেশ দূষণ করছিলো এ কারখানাটি। কোন কাগজপত্র না থাকায় ভ্রাম্যমান আদালত চালিয়ে কারখানাটি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
অভিযানে পাবনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আ. মমিন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চার বছর আগে এই আবাসিক এলাকার সাত বিঘা ফসলি জমিতে ‘ইয়াং বাংলা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ কোং লিঃ’ নামে একটি কারখানা স্থাপন করেন কাশিনাথপুর এলাকার আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি। ওই কারখানায় বিশাল আকারের ২৪টি চুল্লিতে পাটকাঠি পুড়িয়ে কালি তৈরি করা হয়। এ জন্য প্রতিটি চুল্লিতে ৭৫/৮০ মণ পাঠকাঠি পুড়িয়ে তৈরি করা হয় কার্বন। ফলে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ওই ধোঁয়া ও ছাইয়ে আক্রান্ত হয়ে এলাকাবাসী হাঁচি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকেন। সম্প্রতি এলাকার বৃদ্ধ ও ছোট শিশুদের শ্বাসকষ্টজাতীয় রোগ দেখা দিচ্ছিলো। এছাড়াও কারখানার পাশেই সরকারি আশ্রান প্রকল্পের ৩৭ টি ঘরে বসবাস করা মানুষের জন্য কষ্টকর হয়ে পড়েছিল। এলাকার তিন ফসলি জমির ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।